Gunabati, Chouddogram, Cumilla | EASTED : 1983 | EIIN : 10541

২০২৫ সনের এসএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০২৫ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জির আংশিক সংশোধন ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বিষয় কাঠামো, মূল্যায়ন নির্দেশনা, নম্বর বিভাজন এবং ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ডাউনলোডে সমস্যা হলে করণীয় বিশেষ বিবেচনায় ৬ষ্ঠ, ৮ম ও ৯ম রেজিস্ট্রেশন এর নোটিশ।

SANJOY RANJAN NATH

Asst. Headmaster

মানব জীবনে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষাই মানুষকে আলোকিত করে। প্রকৃত মানুষ গড়ে তোলে । এ আলোকিত মানুষই পারে জাতীয় জীবনে সবিশেষে অবদান রাখতে। প্রকৃত মানব সম্পদ তৈরিতে শিক্ষা হচ্ছে প্রধান হাতিয়ার৷ যথাথ শিক্ষা বিস্তার ও ব্যক্তিত্ব গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য । নবীন কিশোররাই জাতির উজ্জ্বল কর্ণদ্বার । এদের ভিতর সুপ্ত রয়েছে অশেষ সম্ভাবনা ও বিপুল সৃজনী প্রতিভা । এ সৃজনশীলতাকে বিকশিত করার জন্যই সহ পাঠ্যক্রমের কোনো বিকল্প নেই । মুলত এ সৃজনশীল চর্চাকে অব্যহত রাখার প্রত্যয়ে আমরা কলেজ বার্ষিকী প্রকাশের উদ্যোগ নিয়েছি। কলেজ বার্ষিকী প্রকাশে যাঁদের পরিকল্পনা, মেধা ও শ্রমযুক্ত হয়েছে সবার প্রতি আন্তরিক অভিনন্দন ।